১৭তম রাষ্ট্র হিসেবে স্কটল্যান্ডে সমকামী বিয়ে বৈধ
বিশ্বের ১৭তম দেশ হিসেবে স্কটল্যান্ডে বৈধতা পেলো সমকামী বিয়ে। দেশটির প্রধান কয়েকটি গির্জা ও কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান বিরোধিতা করলেও, তা উপেক্ষা করেই দেশটির পার্লামেন্ট গ্রিন সিগন্যাল দিয়েছে। স্কটিশ সরকার বলছে, পার্লামেন্টে সমকামী দম্পতিদের বিয়ে বৈধ ঘোষণা করে বিল পাস সমান অধিকার নিশ্চিতের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে বছরের পরবর্তী ভাগে সমকামী বিয়ের অনুষ্ঠানের পথ সুগম হলো। স্কটিশ ক্যাথলিক চার্চ ও প্রেসবাইটেরিয়ান চার্চ অব স্কটল্যান্ড এ পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে। অবশ্য, নতুন এ আইন অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রাঙ্গনে সমকামী বিয়ে আয়োজনে বাধ্য করা যাবে না। সমকামী বিয়ে বৈধ করার প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১০৫টি। এর বিপক্ষে পড়েছে মাত্র ১৮টি ভোট। অর্থাৎ, পার্লামেন্টে সুস্পষ্ট ব্যবধানে প্রস্তাবটি পাস হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিয়ের মাধ্যমে পরস্পরের প্রতি নিজেদের ভালোবাসা ও অঙ্গীকার স্বাধীনভাবে প্রকাশের অধিকার সমকামী দম্পতিদের থাকা উচিত বলে মন্তব্য করেন স্কটল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রী অ্যালেক্স নেইল।