বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করলেন প্রিন্স চার্লস

UKব্রিটেনের প্রিন্স চার্লস মঙ্গলবার বন্যা দুর্গত গ্রামগুলো পরিদর্শন করেন। বন্যা পরিস্থিতি মোকাবেলায় গৃহীত পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সরকারের ওপর যখন দুর্গতরা ক্ষুব্ধ ঠিক সে সময়ে চার্লস এ পরিদর্শনে গেলেন। তার পরিদর্শনের কয়েক ঘন্টা পর ঝড়ো বাতাসে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে বাসিন্দাদের দুর্ভোগ আরো বেড়ে যায়।
চলতি জানুয়ারিতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।
ওয়েস্টার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন জানায়, ইতোমধ্যে শীতকালীন বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গ্রামগুলোর প্রায় ১৪ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে হিটিং সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় বাসিন্দাদের আরো কঠিন অবস্থার সম্মুখীন হতে হচ্ছে।
কোম্পানি জানায়, ঘন্টায় ৭৫ থেকে ৮০ মাইল বেগে বয়ে যাওয়া বাতাস বৈদ্যুতিক তারের ব্যপক ক্ষতি করেছে।
এএফপি’র এক খবরে বলা হয়, এর আগে চার্লস ইংল্যান্ডের দুর্গত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাউন্টি সোমারসেটের বাসিন্দা, কৃষক ও জরুরী কর্মীদের সঙ্গে দেখা করেন। তিনি দুর্গত এলাকার জন্য তার প্রিন্স’স কান্ট্রিসাইড ফান্ড থেকে ৮১ হাজার ৮শ মার্কিন ডলার সহায়তার প্রতিশ্র“তি দিয়েছেন।
এদিকে আবহাওয়া দপ্তর গতরাত থেকে বুধবার পর্যন্ত দুর্গত এলাকায় প্রবল বাতাস বইতে পারে বলে সতর্ক করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button