শাহ আমানত বিমানবন্দরে ৪০ কেজি সোনা উদ্ধার
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৪০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে দুবাই থেকে চট্টগ্রামে আসা একটি উড়োজাহাজ থেকে এ বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, উদ্ধার করা সোনার মূল্য আনুমানিক সাড়ে ১৭ কোটি টাকা। বিমান বন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল মানবজমিন অনলাইনকে জানান, রাত সাড়ে ৮টার সময় দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে একটি উড়োজাহাজ অবতরণ করে। এসময় উড়োজাহাজের কয়েকটি সিটের নিচের কুশনের ভেতরে ৪২০টি সোনার বার উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এর ওজন ৪০ কেজির মতো। এর আগে মঙ্গলবার দুই দফায় ছয় যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয় ১৪টি সোনার বার।