তারেক রহমান বাংলাদেশ সরকারের প্রতিহিংসার শিকার

Tareqবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সরকারের প্রতিহিংসা ও অপপ্রচারের শিকার বলে মন্তব্য করেছেন বৃটেনের জ্যেষ্ঠ আইনজীবী স্টুয়ার্ট স্টিভেন। বুধবার লন্ডনের ওয়েস্টমিনস্টার গ্রিন বিজনেস সেন্টারে ‘গ্র ভায়োলেশন অব হিউম্যান রাইটস অ্যান্ড পলিটিসাইজেশন অব জুডিশিয়ারি ইন বাংলাদেশ’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে বৃটেনের ১৩ জন জ্যেষ্ঠ আইনজীবী এবং প্রবাসী বাংলাদেশি আইনজীবীরা উপস্থিত ছিলেন।
হলবর্ন চেম্বারের প্রধান স্টুয়ার্ট স্টিভেন বলেন, বিচারব্যবস্থা কারও রাজনৈতিক স্বার্থের হাতিয়ার হতে পারে না। বাংলাদেশের বিচারব্যবস্থা নিরপেক্ষ নয়। এর প্রমাণ একটি রাজনৈতিক দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে রায় দেওয়ার কারণে বিচারককে এখন দেশ ছেড়ে পালাতে হয়েছে। একজন বিচারকের বিরুদ্ধে সরকারের এ ধরনের প্রতিহিংসামূলক আচরণ দেশ ও গণতন্ত্রের জন্য শুভক্ষণ নয়। সরকারের এ ধরনের আচরণ বাংলাদেশের বিচারব্যবস্থাকে দেশে-বিদেশে  প্রশ্নবিদ্ধ করেছে।
তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার খর্ব করে সরকার যেভাবে একটি হাস্যকর নির্বাচন করেছে, এর বিপক্ষে বৃটেন সরকারের সরাসরি অবস্থান নেওয়া প্রয়োজন। সংবাদ সম্মেলনে বৃটিশ আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যান হোউজ, কলিন ক্যাম্পবেল, রবির মারদো-স্মিথ, ম্যারি ম্যাকক্যামা, টম মিশেল, অ্যালেক্স, মারিয়া গঞ্জালেস এবং বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীদের মধ্যে এ কে এম কামরুজ্জামান, আসাদুজ্জামান ও আশিকুর রহমান সবুজ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button