পাকিস্তানে সরকার-তালেবান আলোচনা শুরু
পাকিস্তান সরকার ও তালেবানের মধ্যে বহুল প্রত্যাশিত আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাজধানী ইসলামাবাদে প্রাথমিক পর্যায়ের আলোচনায় বসেছে দুই পক্ষ।
খবরে বলা হয়, আলোচনার জন্য অনেক সময় বদল, আলোচনা সফলতাসহ নানা প্রশ্ন সামনে রেখেই পাকিস্তানে দু’পক্ষের এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। তালেবানরা বেশ কয়েক বছর ধরেই দেশটিতে ইসলাম প্রতিষ্ঠার দাবিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ আশা করছেন এ আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছা যাবে এবং তালেবানদের যুদ্ধও বন্ধ হবে।
এ আলোচনা শুরুর একদিন আগেও পাকিস্তানের উত্তর-পশ্চিমের শহর পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় ৮ জন লোক নিহত হয়। তবে এ হামলার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে তেহরিকে তালেবান পাকিস্তান।
আফগানিস্তানের পাশ্ববর্তী সামরিক শক্তিধর এ দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা।