আলুর ফলনে আল্লাহর নিকট কৃষিমন্ত্রীর প্রার্থনা
আলুর ফলন বাড়িয়ে দিতে আল্লাহর নিকট দোয়া করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, আমাদের কৃষকরা সৌভাগ্যবান। এবার অনেক আলু ফলেছে। আল্লাহ আলুর ফলন আরো বাড়িয়ে দিন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এমপি নাজমুল হক প্রধানের এক সম্পূরক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার জাতীয় সংসদে আলুর ফলনে সন্তোষ প্রকাশ করে এভাবে প্রার্থনা করেন তিনি।
মন্ত্রী বলেন, ইতিমধ্যে সরকারিভাবে আলু রপ্তানির জন্য ব্যবস্থা নেয়া হয়েছে। রাশিয়াতে এখন ৭০০ কন্টেইনার আলু রপ্তানি করা হচ্ছে।
আলুর ফলনে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, প্রাচুর্য্যের বিরম্বনা সইতে রাজি, কিন্তু না খাওয়ার যন্ত্রণা সইত পারব না।