বাংলাদেশি নাগরিকরা এমআরপি পাচ্ছেন আগামী বছরেই : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী বছরের (২০১৫ সাল) মার্চ মাসের মধ্যে বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদান করা হবে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মো. রুস্তম আলী ফরাজীর লিখিত প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে সরকার এমআরপি বুকলেট ও  লেমিনেটস আমদানি করে। প্রতিটি এমআরপি বুকলেট ও  লেমিনেটস আমদানি বাবদ সরকারের খরচ হয় ২ দশমিক ১৯৪ ডলার। তিনি জানান, বিদেশে কর্মরত বাংলাদেশী নাগরিকদের  মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান শুরু হয়েছে। ইতোমধ্যে ৬৫টি  দেশের মধ্যে ৪১টি দেশের মিশন হতে এমআরপি প্রদান করা হচ্ছে।
এ কে এম মাইদুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের কারাগারগুলোতে ধারন ক্ষমতার চাইতে কিছু বেশি বন্দি থাকলেও সকল কারাবন্দিরা স্বাভাকিব জীবন-যাপন করছেন। অতিরিক্ত ধারণক্ষমতার কারণে কোনো বন্দি রোগাক্রান্ত হয়নি।
কারাবন্দিদের এক পরিসংখ্যান তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ৬৮টি কারাগারে বন্দির সংখ্যা ৬৬ হাজার ৪৪৩ জন। কারগারগুলোতে ধারণক্ষমতা রয়েছে ৩৩ হাজার ৮২৪ জন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button