জামায়াতের হরতাল পালিত
চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যতীত সারা দেশে বৃহষ্পতিবার জামায়াতের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। দলের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ১০ ট্রাক অস্ত্র মামলার দেয়া রায়ের প্রতিবাদে এই হরতালের ডাক দেয়া হয়েছিলো। সকাল থেকে রাজধানীসহ বিভিন্ন বিভাগ থেকে দুরপাল্লার কোন যানবাহন আসা যাওয়া না করলেও ট্রেন, বিমান ও নৌপথ ছিল স্বাভাবিক। বেলা বাড়ার সাথে সাথে রাজধানীতে নগর পরিবহন চলাচল বাড়তে থাকলে বিকেলের দিকে তা স্বাভাবিক হয়ে আসে। এর আগে হরতালের সমর্থনে রাজধানী মিছিল করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির।