শেখ হাসিনাকে কুয়েতের প্রধানমন্ত্রীর অভিনন্দন
দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী জাবের মুবারক আল-হামাদ। বৃহস্পতিবার এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
এদিকে কুয়েতের প্রধানমন্ত্রীর পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন দেশটির স্পীকার মারজুক আলী আল-গানিম। অভিনন্দন বার্তায় কুয়েতের প্রধানমন্ত্রী জাবের মুবারক আল-হামাদ বলেন, বাংলাদেশের কুরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে। তিনি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরো সম্প্রসারিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পৃথক বার্তায় স্পীকার মারজুক আলী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে ও বিদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা আরো সমুন্নতির পথে এগিয়ে যাবে। তার নতুন নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের চলমান সংকট কেটে যাবে এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে।