৪০ দিন পর কোমা থেকে জাগল সৌদি প্রবাসী
সৌদি আরবে এক বাংলাদেশি শ্রমিক আহত হয়ে কোমায় যাওয়ার ৪০দিন পর জ্ঞান ফিরে পেয়েছেন। তিনি দেশটিতে এক পেট্রোল স্টেশনে কাজ করতেন। একদল সন্ত্রাসীর হামলায় তার মাথার খুলিতে ফাটল তৈরি হয়েছিল।
সৌদি আরবের দৈনিক পত্রিকা সবক বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রতিবদেন প্রকাশ করেছে। তবে ওই বাংলাদেশীর নাম-পরিচয় বা বয়স প্রকাশ করা হয়নি।
পত্রিকাটি জানায়, আহত হওয়ার আগের দিন গভীর রাতে ওই ব্যক্তি একাই বলগার্ন শহরের দক্ষিণপশ্চিমে একটি পেট্রোল স্টেশনে দায়িত্বরত ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা লোহার একটি খণ্ড দিয়ে তারা মাথার পেছনে কয়েকবার আঘাত করে। তখনই জ্ঞান হারান তিনি। এরপর ক্যাশ কাউন্টার থেকে অর্থ নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
পুলিশ ভিডিও দেখে ওই দুর্বৃত্তদের গ্রেপ্তার করে। ওই হামলার পর থেকেই বাংলাদেশি ওই শ্রমিক একটি হাসপাতালে কোমায় ছিলেন।