ব্রিটেন-ফ্রান্সের চেয়েও সামরিক ব্যয় বেশি সৌদি আরবের

Saudi Militaryব্রিটেন এবং ফ্রান্সের চেয়েও সামরিক খাতে অনেক বেশি ব্যয় করছে সৌদি আরব। লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বা আইআইএসএসের এক রিপোর্ট এ তথ্য দিয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ২০১৩ সালে সৌদি আরব সামরিক খাতে ব্যয় করেছে পাঁচ হাজার ৯৬০ কোটি ডলার। সামরিক খাতে এ সময় ব্রিটেনের ব্যয় ছিল পাঁচ হাজার ৭০০ কোটি ডলার আর ফ্রান্সের ব্যয় ছিল পাঁচ হাজার ২৪০ কোটি ডলার। এ হিসাব অনুযায়ী, সামরিক খাতের ব্যয়ে গত বছর সৌদি আরব ছিল চতুর্থ অবস্থানে। ২০১২-১৩ সালে সামরিক খাতে দেশটির আগের বছরের চেয়ে শতকরা ৮.৬ ভাগ সামরিক ব্যয় বেড়েছে।
সৌদি আরব মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সিরিয়ার চলমান সহিংসতায় সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে। দেশটি সিরিয়ার বিদেশী মদদপুষ্ট বিদ্রোহীদের জন্য অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে। এছাড়া ইরাকের চলমান সহিংসতায় সৌদি আরবের হাত রয়েছে বলে দীর্ঘদিন ধরে ইরাক সরকার অভিযোগ করে আসছে। এসব কারণে দেশটির সামরিক ব্যয় বেড়েছে বলে বিশেষভাবে মনে করা হচ্ছে। সূত্র : আইআরআইবি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button