বঙ্গবন্ধু সেতুতে গাড়ি উল্টে সেনা সদস্য নিহত
বঙ্গবন্ধু যমুনা সেতুর উপর সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক সার্জেন্ট নিহত হয়েছে। নিহত সার্জেন্ট প্রভাত কুমার বগুড়া-৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তার বাড়ি নওগাঁ জেলায় বলে জানা গেছে।
বঙ্গবন্ধু যমুনা সেতুর ট্রাফিক সিকিউরিটি ম্যানেজার লে: কমান্ডার মুজাহিদ জানান, শুক্রবার বিকালে ঢাকার টঙ্গী থেকে বগুড়াগামী সেনাবাহিনীর একটি গাড়ি বঙ্গবন্ধু যমুনা সেতুর ১৩নং পিলারের কাছে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়িটি সেতুর উপর উল্টে যায়। এতে সেনাবাহিনীর দুই সদস্য গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে প্রথমে বঙ্গবন্ধু সেতুর পূর্ব ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা থেকে আসা বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পথে প্রভাত কুমার (৪৮) মারা যায়।
সেনাবাহিনীর ‘পল্টুনব্রিজ’ নামের গাড়িটি ইজতেমায় সেতু বানানোর কাজে ব্যবহৃত হয়েছে। ইজতেমা শেষে সার্জেন্ট প্রভাত সৈনিক রাজিবকে নিয়ে বগুড়া যাওয়ার পথে শুক্রবার বিকেল সোয়া ৩টায় এই দূর্ঘটনা ঘটে।