সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে। ভূমিকম্পটি ১০ সেকেন্ড স্থায়ী হয়েছে বলে জানা গেছে।
সিলেট ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, খুলনা, সিরাজগঞ্জ ও শেরপুরে ভূমিকম্প হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এসব এলাকায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।