সৌদি নারী বিয়ে করলেই পেনশন
কোনো প্রবাসী যদি সৌদি নারীদের বিয়ে করেন, তাহলে তিনি পেনশনসহ বেতন সুবিধা ভোগ করতে পারবেন। অভিবাসীদের জন্য সম্প্রতি এমনই সুখবর জানিয়েছে দেশটি। গতকাল আরব নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
সৌদির ইনস্যুরেন্সভিত্তিক একটি সংস্থার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে কোনো বিদেশী যদি দেশটির কোনো নারীকে বিয়ে করেন তবে তিনি মাসিক বেতনসহ পেনশন পাবেন। তবে তাদের বেতন সৌদি তিন হাজার রিয়াল কিংবা তার চেয়ে কম হতে হবে। আর স্বতন্ত্রভাবে যাদের বেতন এর ওপরে তারা এই সুবিধা ভোগ করতে পারবেন না। তবে তারা বেতন সুবিধা পাবেন ঠিকমতো।
সংস্থাটির এক মুখপাত্র আমাল আল-ঘামলাস জানান, এ জন্য ‘স্পেশাল এক্সপ্যাক্ট’ সিস্টেমে তাদের আগে থেকেই নিবন্ধন করতে হবে।