জামায়াতের সিনিয়র নায়েবে আমির এ কে এম ইউসুফ মারা গেছেন
জামায়াতে ইসলামীর নায়েবে আমির কারাবন্দি মাওলানা এ কে এম ইউসুফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আব্দুল মজিদ ভুঁইয়া জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে এ কে এম ইউসুফকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার ‘ব্লাড প্রেসার ও পালস’ (রক্তচাপ ও স্পন্দন) পাওয়া যাচ্ছিল না। হাসপাতালের হৃদরোগ বিভাগের সিসিইউতে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মাওলানা ইউসূফের আইনজীবী তাজুল ইসলাম জানান, ইউসূফের শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকালে কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত বছরের ১২ মে যুদ্ধাপরাধের অভিযোগ আমলে নিয়ে ইউসুফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-১। এর ঘণ্টাখানেকের মধ্যে ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।