তাজরিন গার্মেন্টসের মালিক ও তার স্ত্রীকে কারাগারে প্রেরণ
তাজরিন গার্মেন্টসে আগুনের ঘটনায় গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ দেলোয়ার হোসেন ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদা আকতারের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সকালে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
গত ২২ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক এ কে এম মহসিনুজ্জামান খান ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তাজরীনের চেয়ারম্যান ওএমডিসহ মোট ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি হিসেবে প্রাণ হারান ১১১ জন শ্রমিক। এ ঘটনায় আহত হয় অন্তত পাঁচ শতাধিক শ্রমিক।