এতিম শিশুদের কল্যানে কাজ করতে সাউথ আফ্রিকা যাচ্ছেন লন্ডনের ১০ তরুন

Tigersবাংলাদেশ-ভারতের পর এবার সাউথ আফ্রিকার রাজধানী ক্যাপ টাউনের একটি অরফান সেন্টারের অবহেলিত এতিম শিশুদের কল্যানে কাজ করতে যাচেছ লন্ডন টাইগার্স। লন্ডনের ক্যামডেন ও ওয়েস্টমিনিস্টারের ১০ জন তরুনের সমন্বয়ে  একটি টিম আগামী সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হবে। ১০ দিনের এই সফরে তারা অরফান সেন্টারের শিশুদেরকে ইংরেজী, অংক শিক্ষা প্রদানসহ খেলাধুলার নানা ইভেন্টে তাদের সহযোগিতা করবে। লেখাপড়ার পাশাপাশি কিভাবে একটি প্রতিষ্ঠানে খেলাধুলারও পরিবেশ সৃষ্ঠি করা যায় সে ক্ষেত্রে আধুনিক ধারনা দিতে এসব তরুন। পাশাপাশি তাদের শিক্ষার মান উন্নয়নেও তারা বেশ ভূমিকা পরিকলপনা নিয়েছে।  সফর স¤পর্কে অবহিত করতে গত বুধবার সাউথ ক্যামডেন ইয়ুথ একসেস পয়েন্ট সেন্টারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিনিধি দলের টিম লিডার হেলাল মোহাম্মদ জানান, গত প্রায় ১ বছর ধরে তারা টানা ফান্ড করে আসছেন এই সফরকে সফল করতে। চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট, র‌্যাফেল ড্র, লন্ডন টু ব্রাইট সাইকিলিংসহ  স্থানীয় কমিউনিটির কাছ থেকে ২০ হাজার পাউন্ড অর্থ তারা সংগ্রহ করেছেন। সংগ্রিহিত এই অর্থ সাউথ আফ্রিকার দরিদ্র এসব শিশুদের জন্য তার ব্যয় করবেন বলে জানান। পুরো এই প্রজেক্ট সফল করতে লন্ডন টাইহগার্স ও সাউথ ক্যামডেন ইযুথ একসেস পয়েন্ট সাবির্ক সহযোগিতা করেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লন্ডন টাইগার্সের চীফ এক্সিকিউটিভ অফিসার মেসবাহ আহমদ, ক্যামডেন কাউন্সিলের ইয়ুথ সার্ভিসের ম্যানেজার তাহের খান, প্রতিনিধি দলের সদস্য মোহাম্মদ আদিল আহমদ, রুহুল আমিন, রেদওয়ান ইজিলিও, জিলালিম ফিসা, মনসুর আহমদ আলী, বক্স মোহাম্মদ আজিম আহমদ, আবদেরমিন কিরবুস, জাকারিয়া রিচ চেনি ও আইমান আল গারিব রামাদান প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button