পুঁজিবাজারে কারসাজি রোধে সফটওয়্যার
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কারসাজি রোধে চালু হচ্ছে নতুন সার্ভিল্যান্স সফটওয়্যার। মঙ্গলবার এ সফটওয়্যারটি চালু হবে বলে জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।
ডিএসইর জনসংযোগ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জনান, লেনদেনে অসঙ্গতি তদারকির লক্ষ্যে মঙ্গলবার দুপুর একটায় সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র চেয়ারম্যান এম খায়রুল হোসেন।
গত এক বছর ধরে সার্ভিল্যান্স সফটওয়্যারটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। এটি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র সার্ভিল্যান্স সফটওয়্যারের মতোই অত্যাধুনিক। এই সফটওয়্যার অস্বাভাবিক লেনদেন সনাক্ত করতে সক্ষম।