বন্যপ্রাণী রক্ষায় চার্লস-উইলিয়ামের আহ্বান
ব্রিটেনের প্রিন্স চার্লস ও তার জ্যেষ্ঠ ছেলে প্রিন্স উইলিয়াম অবৈধ বন্যপ্রাণী ব্যবসা বন্ধের আহ্বান জানিয়েছেন। লন্ডনে এ সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের আগে এ আহ্বান জানালেন তারা।
রবিবার এক ভিডিও বার্তায় তারা সতর্কবাণী উচ্চারণ করেছেন যে, বেশ কিছু দুর্লভ প্রজাতির প্রাণীর অস্তিত্ব গভীর হুমকির মুখে পড়েছে।
ব্রিটিশ রাজ পরিবারের এই দুই উত্তরাধিকারীর আগামী বৃহস্পতিবার দেশটির সরকার আয়োজিত অবৈধ বন্যপ্রাণী ব্যবসা সংক্রান্ত লন্ডন সম্মেলনসহ চলতি সপ্তাহে বেশ কয়েকটি সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে।
চার্লস বলেন, ‘অবৈধ বন্যপ্রাণী ব্যবসা বন্ধে ক্রমবর্ধমান বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে আমরা বাবা-ছেলে একসঙ্গে কাজ করছি।’
উইলিয়াম বলেন, ‘আমরা যদিও ভয়াবহ সঙ্কটের সম্মুখীন তবুও আশাবাদী যে, এ অবস্থার অবশ্যই পরিবর্তন হবে।’
ভিডিও বার্তায় আরবি, ভিয়েতনামী, সোয়াহিলি, স্প্যানিশ ও মান্দারিন ভাষায় ‘আসুন বন্য জীবন বাঁচাতে ঐক্যবদ্ধ হই’ আহ্বান জানিয়ে তারা বক্তব্য শেষ করেন।