আজ আবদুল মান্নান ভূঁইয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী

দিনটি উপলক্ষে মরহুমের পরিবার, মান্নান ভূঁইয়া পরিষদ, আবদুল মান্নান ভূঁইয়া ডিগ্রি কলেজ ও আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে নরসিংদীর শিবপুরে মরহুমের কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধার্পণ, শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ইফতার ও মিলাদ মাহফিল।
অনুষ্ঠানে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীসহ সবাইকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।