জামায়াত নেতা মাওলানা ইউসুফের মরদেহ হস্তান্তর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মাওলানা এ কে এম ইউসুফের মরদেহ রবিবার সন্ধ্যায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ গ্রহণ করেছেন তার ছেলে একেএম মাহবুবুর রহমান। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়।
ময়নাতদন্ত শেষে মস্তিস্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. একেএম শফিউজ্জামান। তার শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি। তবে খাবারে কোনো ধরনের পয়জন ছিল কি না সে জন্য তার লিভার, কিডনি পরীক্ষার জন্য মহাখালী রাসায়নিক পরীক্ষা কেন্দ্রে পাঠানো হবে।
ছেলে একেএম মাহবুবুর রহমান জানান, তার বাবার মরদেহ প্রথমে ধানমন্ডি বাসায় ( গোলাম ভিলা) নিয়ে যাওয়া হবে। দাফনের বিষয়ে সেখানেই সিদ্ধান্ত হবে।