খালেদা জিয়ার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাতের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. সাইয়্যেদ বিন হাজর আল শিহি। রবিবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তাদের বৈঠক হয়।
বৈঠকে দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদও বৈঠকে ছিলেন। প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব নেয়ার পর খালেদা জিয়ার সঙ্গে এই তার প্রথম সাক্ষাৎ।