মুফতি ইজাহারসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
ইসলামী ঐক্যজোটের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ও তার ছেলে হারুন ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদরাসায় বিস্ফোরণের ঘটনায় এ চার্জশিট দাখিল করা হয়। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা নগরের খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ লোকমান হোসাইন চট্টগ্রাম আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিদের মধ্যে মুফতি ইজাহার ঘটনার পর থেকে পলাতক।
চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন, আবদুল হাই ওরফে সালমান, হাবিবুর রহমান, মোহাম্মদ ইছহাক, মনির হোসেন, আবদুল মান্নান, তফসির আহমেদ ও মোহাম্মদ জুনায়েদ।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর নগরের লালখানবাজার মাদরাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন।