মুরসি-মুবারক একই কারাগারে!
একই কারাগারে রাখা হতে পারে মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও দেশটির সাবেক স্বৈরশাসক হোসনি মুবারককে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ ইব্রাহিম সংবাদ সম্মেলনে শনিবার এ কথা জানান। তিনি বলেন, কায়রোর যে কারাগারে হোসনি মুবারককে রাখা হয়েছে, সেই কারগারেই মুরসিকে রাখা হতে পারে।
মুরসির বিরুদ্ধে হত্যা ও ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুরসি সমর্থকদের কায়রোর প্রধান রাস্তা আটকে বিক্ষোভ করার ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। কায়রোর বাসিন্দারা রাস্তা আটকে বিক্ষোভ করার বিরুদ্ধে আইনি অভিযোগে করেন তিনি।
দ্রুতই বিক্ষোভ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইব্রাহিম। বিক্ষোভকারীরা রাজনৈতিক প্রক্রিয়ার ফিরে আসবে বলেও জানান তিনি।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিয়ে দলীয় নেতাকর্মীদের হত্যার অভিযোগ তুলেছে মুসলিম ব্রাদারহুড।
তবে, এ অভিযোগ অস্বীকার করে ইব্রাহিম জানান, পুলিশ কোনো জীবননাশক অস্ত্র ব্যবহার করেনি। বরং বিক্ষোভকারীদের ছোঁড়া গুলিতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে।
তবে, মুসলিম ব্রাদারহুড এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, রাজনৈতিক প্রভাবে এসব অভিযোগ আনা হয়েছে। সূত্র: রয়টার্স।