মিথ্যার উপর প্রতিষ্ঠিত সরকারের পতন অনিবার্য : জাতীয়তাবাদী আইনজীবী ইউকে
সরকারের মন্ত্রী-এমপিরা বড় বড় দুর্নীতিতে জড়িত থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছেনা। অথচ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দশ ট্রাক অস্ত্র মামলায় জড়িত করার ষড়যন্ত্র করছে সরকার। অসৎ উদ্দেশ্যে তারা ক্রমাগত অপপ্রচার ও চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিথ্যার উপর প্রতিষ্ঠিত এই সরকারের পতন অনিবার্য।
শুক্রবার সন্ধায় লন্ডনের একটি হোটেলে যুক্তরাজ্য প্রবাসী জাতীয়তাবাদী আইনজীবীদের কর্তৃক আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন।
ব্যারিস্টার তমিজ উদ্দিন সভাপতিত্বে প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি। ব্যারিস্টার ইকবাল হোসেন এবং এ্যাডভোকেট মোঃ শাহিনুর আলমের যেওথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ সৈয়দ মামনুন মোরশেদ, মুক্তিযোদ্ধা সংগঠক সামসুল আলম চৌধুরী, সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফারুক, সাংবাদিক শেখ মহিউদ্দিন আহমেদ, ব্যারিস্টার ইকবাল হোসেন, প্রফেসর ফরিদউদ্দিন, সাবেক ছাত্রনেতা মাহি আরমান রফিক, ব্যারিস্টার আলিমুল হক লিটন, এ্যাডভোকেট আবুল হাসনাত, এডভোকেট আর আই তরফদার রবিন, এম এস আজাদ, শাহিন আহমেদ, ব্যারিস্টার জাহাংগীর আলম, ব্যারিস্টার সুবেহ সাদিক, এডভোকেট সালাউদ্দিন খান মিঠু, এডভোকেট মোঃ হুসাইন পিন্টু, এ্যাডভোকেট নাসরীন আক্তার, আইনজীবী কুমকুম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বিচারব্যবস্থা নিরপেক্ষ নয়। এর প্রমাণ একটি বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে রায় দেওয়ার কারণে বিচারককে এখন দেশ ছেড়ে পালাতে হয়েছে। তারেক রহমান সরকারের প্রতিহিংসা ও অপপ্রচারের শিকার। সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে করা দুদককে দিয়ে মামলা করানো হচ্ছে।