যুক্তরাষ্ট্রে নতুন আইন : খাদ্য ও চিকিৎসার খরচ বহন করতে হবে বন্দিদের
নেদারল্যান্ডসর মতো যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের একটি কারা কর্তৃপক্ষ বন্দিদের কাছ থেকে তাদের খাদ্য ও চিকিৎসাসেবার খরচ নেয়ার পরিকল্পনা করেছে। তবে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো এ পরিকল্পনার তীব্র বিরোধিতা করে বলেছে, এর মাধ্যমে বন্দিদের সঙ্গে চরম অমানবিক আচরণ করা হবে।
এলকো কাউন্টি কমিশন বুধবার পুলিশ কর্মকর্তা জিম পিটসের একটি পরিকল্পনা অনুমোদন করেছে। ওই পরিকল্পনায় বলা হয়েছে, প্রত্যেক বন্দিকে দৈনিক খাওয়া খরচ বাবদ ছয় ডলার পরিশোধ করতে হবে। এছাড়া প্রতিবার ডাক্তার দেখাতে তাদের গুনতে হবে ১০ ডলার এবং কারাগারে প্রবেশের সময় দিতে হবে পাঁচ ডলারের ফি। জিম পিটস দাবি করেন, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে বছরে কাউন্টির অধিবাসীদের লাখ লাখ ডলার ট্যাক্সের অর্থ বেঁচে যাবে। তিনি বলেন, আমরা কোনো সরকারি লঙ্গরখানা খুলে বসিনি, অপরাধীদের বিনা পয়সায় খাওয়া-পরা ও চিকিৎসা দিতে হবে। এদিকে নেভাদার মানবাধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নয়ের নির্বাহী পরিচালক টড স্টোরি সতর্ক করে দিয়ে বলেছেন, বন্দিদের কাছ থেকে খাবারের জন্য অর্থ গ্রহণ করলে এলিকো কাউন্টিকে আইনি লড়াইয়ের মোকাবেলা করতে হবে। টড আরও বলেন, কেউ যে এ ধরনের জঘন্য পরিকল্পনা করতে পারে তা আমি ভাবতেই পারি না। এটি অসাংবিধানিক, নিষ্ঠুর এবং নজীরবিহীন একটি শাস্তি হিসেবে গণ্য হবে।