বন্ধ হবে সুইজারল্যান্ডে ইইউ’র অবাধ প্রবেশ
রোববার সুইজারল্যান্ডে পুনরায় অভিবাসীর আগমন নিয়ে কড়াকড়ি আরোপ করা হবে কিনা- এ মর্মে এক গণভোট আয়োজন করা হয়। ভোটের ফলাফল অনুযায়ী নতুন আইন বাস্তবায়িত হলে বন্ধ হয়ে পড়বে সুইজারল্যান্ডে ইইউ-ভুক্ত দেশের নাগরিকদের অবাধ প্রবেশ।
গতকাল পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী ৫০-৫০ ভোটে গণভোটের সমতা বজায় ছিল। সোমবার জানা গেছে ৫০.৩ শতাংশ ভোট পেয়ে নতুন কড়াকড়ি আরোপের পক্ষে গণরায় হয়েছে। এর মাধ্যমে হয়ত অচিরেই ইইউভুক্ত দেশগুলো পূর্বের মত সুইজারল্যান্ডে প্রবেশ ও চাকরি ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স ও জার্মানি। ইইউ-র পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে।
ইউরোপের অধিকাংশ দেশ একীভূত হয়ে ইউরোপীয় ইউনিয়ন গঠন করলেও, সুইজারল্যান্ড এখনও নিজেকে সংঘটির বাহিরে রেখেছে। কিন্তু অধিকাংশ কূটনৈতিক সিদ্ধান্তের দেশটি ইইউকে অনুসরণ করে থাকে। নতুন আইন পাস হলে সম্প্রীতির সম্পর্কে ছেদ পড়তে বলে আশংকা প্রকাশ করছে ইইউ-র মুখপাত্ররা।