৩ দিনে ভিক্ষুকের আয় ১ লাখ টাকা !
যুক্তরাজ্যের নটিংহামশায়ার শহরে এক ভিক্ষুককে এক লাখ টাকাসহ আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। পুলিশের অভিযোগ, ওই ব্যক্তি আসলে ভিক্ষা করার মতো যোগ্য কোনো ব্যক্তি নন। তার চলার মতো সামর্থ্য আছে। তবে অভিযোগের সত্যতা মেলেনি। সোমবার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি নটিংহামশায়ার শহর থেকে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। পুলিশের অভিযোগ, তিনি আসলে কোনো ভিক্ষুক নন। তিনি একটি চক্রের হয়ে কাজ করেন। পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে সব অর্থ নিয়ে নেয়।
অবশ্য পরে ঘটনা অনুসন্ধান করে পুলিশ তাদের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না পেয়ে ওই ব্যক্তিকে ছেড়ে দিয়েছে। লোকটির টাকাও ফেরত দিয়েছে।
নটিংহামশায়ারের পুলিশ পরিদর্শক শন অস্টল বলেছেন, ‘আসলে এটি অবাক করে দেয়ার মতো একটি ঘটনা। আমাদের ধারণা, নটিংহামশায়ারে এমন কিছু চক্র রয়েছে যারা সারা শহরে কাজ করে। তাদের জন্য আলাদা খাওয়া-দাওয়া ও পরিবহন ব্যবস্থার সুযোগ রয়েছে।’