‘আমার দেশ’ বিচারাধীন, দিগন্ত ও ইসলামী টিভির বিষয়ে পরীক্ষা চলছে : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সম্প্রচার শর্ত ভঙ্গ করায় দুইটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের (দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশন) সম্প্রচার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তবে ওই চ্যানেল দুটি পুনরায় চালু করার অনুমতি দেয়ার ক্ষেত্রে সরকার পরীক্ষা করে দেখছে। আপরদিকে আমার দেশ পত্রিকা বন্ধ করা হয়নি জানিয়ে মন্ত্রী বলেন,আদালতে বিচারধীন থাকায় পত্রিকাটি প্রকাশনার বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব নয়। সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।
ইনু বলেন, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় হতে ২০১৩ সালের ১ জুন আইন অনুযায়ী আমার দেশের ঘোষণাপত্র বাতিল করা হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী পত্রিকাটির প্রকাশনা অব্যাহত ছিল। কিন্তু ঘোষণাকৃত ছাপাখানা হতে পত্রিকাটি ছাপা করে অনুমতি না নিয়ে অন্য ছাপাখানা হতে প্রকাশ করায় কর্তপক্ষের বিরুদ্ধে মামলা হয়। একই সঙ্গে পত্রিকাটি জব্দ করা হয়।
‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ প্রনয়ণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানিয়ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা পরিপূর্ণভাবে বিশ্বাস করে। প্রিন্ট ও ইলেকট্রানিক মিডিয়া নিজস্ব আঙ্গিকে স্বাধীনভাবে সংবাদ প্রচার করে। তাদের সংবাদ প্রচারে সরকারের প থেকে কোনো হস্তক্ষেপ করা হয় না।