‘শিবির রগ কাটে আর ছাত্রলীগ কাটে মাথা’
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজি সেলিম বলেছেন, এভাবে আর দেশ চলতে পারে না। খুব দ্রুত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। তিনি বলেন, দেশে যখন কোনো ঘটনা ঘটে তখন স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে বলা হয় ‘আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আসামিদের ধরার চেষ্টা করছি।’ কিন্তু পরবর্তীতে আমরা কি দেখি? দোখি এর কোনো সুরাহ হয় না। তবে আমি এটা বলবো না যে একদম ব্যবস্থা নেয়া হয় না। সন্ত্রাস দমনে ব্যক্তি বা দল বিবেচনা করলে মানুষ আমাদের পাশে থাকবে না। সোমবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে তিনি এসব কথা বলেন।
গণমাধ্যমের বরাত দিয়ে হাজি সেলিম বলেন, পত্রিকায় নিউজ হয়েছে ‘ছাত্রশিবির রগ কাটে আর ছাত্রলীগ কাটে মাথা।’ আর পুলিশ লাশ পেয়ে মাথা খোঁজে। তাই আমি সরকারকে অনুরোধ করবে খুব দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করুন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, আমরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি তার ব্যবস্থা করুন। আর আমরা রাজশাহী বিশ্বিবদ্যালযের মত কোনো ঘটনা দেখতে চাই না।