‘আকাশ প্রদীপ’ বোয়িং উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

PMপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাগুলোতে বিমানবন্দর করার পরিকল্পনা রয়েছে সরকারের। মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি ক্যাম্পে বাংলাদেশ বিমানের তৃতীয় নতুন বোয়িং ‘আকাশ প্রদীপ’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
নতুন সংগৃহীত ‘আকাশ প্রদীপ’ বিমান বহরে যোগদান ও পুরাতন ডিসি-১০-কে বিদায় জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী ‘রাঙা প্রভাত’ নামের আরেকটি বোয়িং বিমান যোগ হচ্ছে বলেও জানান। তিনি বিমান বাহিনীর উত্তরোত্তর আধুনিকায়ন ও বিভিন্ন ক্ষেত্রে তাদের কাজের প্রশংসা করেন।
তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ঠিক রাখতে এবং সম্পর্ক উন্নয়নে বিমানই মূল ভূমিকা পালন করে। তাই সরকার সবসময়ই এ পরিবহন ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করে।
প্রধানমন্ত্রী বলেন, বিমান সুষ্ঠুভাবে হজ যাত্রী পরিবহন করায় হজ যাত্রীর সংখ্যা অনেকে বেড়েছে।
তিনি গ্রাহক সেবা বাড়িয়ে ভাড়া কমানোর আশ্বাস দিয়ে বলেন, বিমানকে লাভজনক করার জন্য সবধরনের ব্যবস্থা নেয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন জেলা থেকে যখন যাত্রী আসবেন তাদের সহজেই বিমানবন্দরে আসার জন্য পদক্ষেপ নেয়ার জন্যও রেল মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। যাতে যাত্রী হয়রানি না হয়।
তিনি বলেন, বিমানের নিরাপত্তা রক্ষায় কাজ করছে সরকার। তিনি বিমানকে সময়সূচি মেনে চলার নির্দেশ দেন।
প্রসঙ্গত, আকাশ প্রদীপকে নিয়ে বিমান বহরের নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ৩টি। আগামী মাসের মাঝামাঝি সময়ে বিমানের চতুর্থ বোয়িং রাঙা প্রভাত বিমান বহরে যুক্ত হবে।
এর আগে ২০১১ সালে ‘পালকি ও অরুণ আলো’ নামে বিমানের প্রথম ও দ্বিতীয় বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমান বহরে যুক্ত হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button