মাওলানা এ কে এম ইউসুফের দাফন সম্পন্ন
শেখ মোহাম্মদ আলী: জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর বিশিষ্ট হাদিস বিশারদ মাওলানা এ কে এম ইউসুফের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাটের শরণখোলায় তার নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজার পর শরণখোলায় তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক প্রবীণ এই রাজনীতিবীদ গত রোববার বেলা সোয়া ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ১০টায় তার লাশ গ্রামের বাড়ী শরণখোলার রাজৈর গ্রামে নিয়ে আসা হয়। এ সময় মরহুমের লাশ এক নজর দেখার জন্য হাজার হাজার লোক তার বাড়ীর আঙ্গিনায় ছুটে আসেন।
মাওলানা এ কে এম ইউসুফের নামাজে জানাজায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। নামাজে জানাজায় ইমামতি করেন আমতলী ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্য মাওলানা আবুবকর মোঃ আব্দুল্লাহ।
বাড়ির অদুরে মাঠে নামাজে জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম কবীর, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম খোকন, মরহুমের ছোট ভাই রুহুল আমীন, ছেলে মাহবুবুর রহমান, আমতলী ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুবকর মোঃ আব্দুল্লাহ প্রমুখ।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াত ইসলামী নেতা অধ্যাপক মাহবুবুর রহমান, চাষী কল্যাণ সমিতির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আমিনুল ইসলাম, বাগেরহাট জেলা আমীর অধ্যক্ষ মশিউর রহমান, উপজেলা বিএনপি সভাপতি মতিয়ার রহমান খান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পঞ্চায়েত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি আলহাজ সেকান্দার আলী, শরণখোলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ শাহআলমসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ।
নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম মাওলানা ইউসুফকে তার মা মরহুমা আয়েশা বেগমের কবরের পাশে দাফন করা হয়েছে।