উপজেলা নির্বাচনে সেনা থাকবে পাঁচ দিন

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, উপজেলা নির্বাচনে কোনো সহিংসতার আশঙ্কা নেই। মাঠপর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তারাও এমনই প্রতিবেদন দিয়েছেন। তবে পরিস্থিতি শান্ত রাখতে উপজেলা নির্বাচনের আগে ও পরে মিলিয়ে পাঁচদিন সেনা মোতায়েন থাকবে। মঙ্গলবার বিকালে শেরেবাংলা নগর নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, উপজেলা নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বুধবার বৈঠকে বসবে কমিশন।
তিনি বলেন, তিন ধাপে উপজেলা নির্বাচনের তফসিলের পর এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়মের আলামত পাওয়া যায়নি। আশা করছি, সামনের দিনগুলোও ভালো যাবে।
কোথাও কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং কর্মকতাদের কাছে প্রার্থীদের লিখিত অভিযোগ করার পরামর্শ দেন তিনি। এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও সুনির্দিষ্ট অভিযোগ লিখিতভাবে জানালে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন বলেও জানান শাহনেওয়াজ।
চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা করা হবে। মার্চের শেষ সপ্তাহে চতুর্থ ধাপের ভোটগ্রহণ হতে পারে বলে জানান নির্বাচন কমিশনার।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button