টাঙ্গাইলে মর্টার শেলে ২ সেনা ও ৩ বিজিবি সদস্য নিহত
টাঙ্গাইলের ঘাটাইলে সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মর্টার শেল বিস্ফোরণে দুই সেনা ও তিন বিজিবি সদস্য নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সেনা সদস্য মঞ্জুর ও পারভেজ এবং বিজিবি সদস্য সিপাহী আবু সুফিয়ান, আনোয়ার হোসেন পলাশ ও মোহাম্মদ আলী।
দুপুরে দিনাজপুর সেক্টরের ২৪৭ জন সদস্য ঘাটাইলের মাইধারচালা বড়ঝোরা নামক স্থানে বর্ডারগার্ডের শীতকালীন বাৎসরিক ফায়ারিং প্রশিক্ষণ চলছিল। এ সময় ৮২ মিলিমিটার ব্যাসের এবং ৫৩ কেজি ওজনের মর্টার শেলটি বিস্ফোরিত হয়। এতে দুই সেনা সদস্য ও তিন বিজিবি সদস্য নিহত হন।