মধ্য আফ্রিকায় মুসলিম নিধন চলছে : অ্যামনেস্টি
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মুসলিম নিধন চলছে। আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা এ গণহত্যা ঠেকাতে ব্যর্থ হচ্ছে। বুধবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ কথা জানায়।
ফ্রান্সের প্রতিরামন্ত্রী এরআগে মিলিশিয়াদের এ হামলা বন্ধের জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশটিতে মোতায়েন আন্তর্জাতিক বাহিনীর প্রতি আহ্বান জানান।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি জানায়, খ্রিস্টান মিলিশিয়া দলগুলোর হাতে অন্তত ২০০ মুসলিম বেসামরিক লোক হত্যা করার ঘটনা নথিভুক্ত করতে সম হয়েছে। ২০১৩ সালের মার্চে দেশে প্রধানত সংঘটিত মুসলিম সেলেকা বিদ্রোহীদের দ্বারা সংঘটিত অভ্যুত্থানের পরপর এন্টি বালাকা হিসেবে পরিচিত এ খ্রিস্টান গ্র“পটি গঠিত হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, ২০১৪ সালের গোড়ার দিক থেকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা পশ্চিম অংশে জাতিগত মুসলিম নিধনের ঘটনা ঘটছে।
এতে বলা হয়েছে, ‘জাতিগত মুসলিম সম্প্রদায়ের মানুষকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। পালিয়ে যেতে ব্যর্থ হওয়া শত শত বেসামরিক মুসলমান এন্টি বালাকা বিদ্রোহীদের হাতে নিহত হয়েছে।’
সংগঠনটি জানায়, মুসলমানদের দেশ থেকে জোরপূর্বক তাড়িয়ে দিতে এন্টি বালাকা যোদ্ধারা বদ্ধপরিকর। অনেক বিদ্রোহী মুসলমানদের ‘বিদেশী’ আখ্যা দিয়ে দেশত্যাগ না করলে তাদের হত্যা করার শপথ নিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, ‘বিদ্রোহীদের লক্ষ্য অর্জিত হতে যাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। কেননা অধিক থেকে অধিক হারে মুসলিম দেশ ত্যাগে বাধ্য হচ্ছে।’
গত বছরের মার্চ মাসে বিদ্রোহীরা সরকারকে উৎখাতের পর থেকে দেশটিতে ভয়াবহ রক্তক্ষয়ী সহিংসতা শুরু হয়েছে।