সাতকানিয়ায় পুলিশের গুলিতে আহত শিবিরকর্মীর মুত্যু
চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের গুলিতে আহত দুই শিবিরকর্মীর মধ্যে একজন মারা গেছেন। ওসি খালেদ হোসেন জানান, বুধবার সকাল ১১টার দিকে উপজেলার কেওচিয়া ইউনিয়নের চেয়রাম্যান পাড়া এলাকায় ‘ছদহা হাই স্কুলের’ কাছে ‘বন্দুকযুদ্ধে’ দুই শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়। তারা হলেন মো. রফিক ও জসিম উদ্দিন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বিকাল সাড়ে ৩টার দিকে জসিমের মৃত্যু হয়। মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ওই ঘটনায় দুই পুলিশ কনেস্টেবল ও এক আনসার সদস্যও আহত হয়েছেন। হত্যা ও নাশকতার বেশ কয়েকটি মামলায় রফিক ও জসিমে সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করেছে পুলিশ। ওসি বলেন, তাদের ধরতে অভিযান চাললে শিবিরকর্মীরা গুলি ছোঁড়ে। এতে পুলিশ পাল্টা গুলি চালায়। এ সময় অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ দুই শিবিরকর্মী আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও কয়েকটি গুলি উদ্ধার হয়েছে বলেও দাবি করেছেন ওসি।