ভারতীয় পার্লামেন্টের ১৮ এমপি সাসপেন্ড

Indian parliamentভারতীয় পার্লামেন্টে বৃহস্পতিবার ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ঘটনা ঘটেছে। অন্ধ্রপ্রদেশ দ্বিখণ্ডিত করে তেলেঙ্গানা রাজ্য গঠন নিয়ে বিরোধের জের ধরে পার্লামেন্ট সদস্যরা পরস্পরের সাথে হাতাহাতিতে নিয়োজিত হয়েছেন, ক্ষমতাসীন দলের এক পার্লামেন্ট সদস্য অন্য সদস্যদের লক্ষ করে গোলমরিচের গুঁড়া ছিটিয়েছেন, ১৮ জন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। হাঙ্গামায় একজন হৃদরোগেও আক্রান্ত হন।
এতকিছুর পরও সদস্যদের শান্ত করতে না পারায় শেষ পর্যন্ত অধিবেশন স্থগিত করা হয়েছে।
তেলেঙ্গানা নামে নতুন রাজ্য গঠনের বিরুদ্ধে অনেক দিন থেকেই আন্দোলন করছিলেন অন্ধ্রপ্রদেশের এমপিরা। পার্লামেন্টের বর্তমান অধিবেশনের শুরু থেকেই তারা এই ইস্যুতে ছিলেন সোচ্চার। গতকাল বুধবারও এ নিয়ে হাতাহাতি হয়। প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বারবার আহ্বান জানানো সত্ত্বেও ুব্ধরা শান্ত হননি। একপর্যায়ে মনমোহন বলেছিলেন, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এতেও কাজ না হয়নি। এমনকি রেল বাজেটও পুরোপুরি পড়া যায়নি। শেষ পর্যন্ত আজ বৃহস্পতিবার পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ১২টায় পার্লামেন্টের ভেতরে সঙ্ঘর্ষ শুরু হয়।  একপর্যায়ে তেলেঙ্গানা রাজ্যের বিরোধী কংগ্রেস সদস্য এল রাজাগোপাল অন্য আইনপ্রণেতাদের প্রতি গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দেন। মরিচের ছিটায় যন্ত্রণাদগ্ধ তিনজন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য হন। এছাড়া কে নারায়ণ রাও নামের এক সদস্য বুকে মারাত্মক ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এখন বিপদমুক্ত বলে জানা গেছে। পরে এল রাজাগোপালসহ ১৮ জন এমপিকে ৩৭৪ ধারায় চলতি অধিবেশনের বাকি সময়ের জন্য লোকসভা থেকে সাসপেন্ড করা হয়।
ভারতের বিরোধী দল বিজেপি অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গনা নিয়ে যে ঘটনা ঘটছে, তাতে ক্ষোভ প্রকাশ করে বলেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে এই নাটক করা হচ্ছে। বিজেপি এ নিয়ে ভবিষ্যতে আর সরকারের সাথে আলোচনা করবে না বলে জানিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button