আরফিন রুমি আবারও কারাগারে
নির্যাতনের অভিযোগে প্রথম স্ত্রী অনন্যার দায়ের করা মামলায় আবারও কারাগারে যেতো হলো জনপ্রিয় কন্ঠশিল্পী ও সংগীত পরিচালন আরফিন রুমিকে। বৃহস্পতিবার তার জামিন আবেদন না মঞ্জুর করে আদালত। একইসঙ্গে তাকে কারগারে পাঠানোরও নির্দেশ দেয়া হয়। এরআগে গত বছর ১২ অক্টোবর তাকে কারাগারে যেতো হয়। পরে অবশ্য তাকে জামিন দেয় আদালত।