বন্যা ও ঝোড়ো হাওয়ায় বিদ্যুৎহীন ব্রিটেন, নিহত ১
বন্যা বিধ্বস্ত ব্রিটেন এবার ঝড় আর ঝোড়ো হাওয়ার দাপটে নাজেহাল। প্রকৃতির হিংস্র খামখেয়ালিপনায় ১ লাখ ৫০ হাজার বাড়িতে বিদ্যুৎ নেই, বাতিল করতে হয়েছে ফুটবল ম্যাচ, মৃত্যু হয়েছে এক ব্যক্তির।
ঘণ্টায় ১০০ মেইল বেগে ছুটে আসা এই ঝড়ের দাপটে ইংল্যান্ড ও ওয়েলসের বেশ কিছু অংশ বিধ্বস্ত। টেমসের জল গত ৬০ বছরের ইতিহাসে সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। পশ্চিম লন্ডন ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
ঝড়ে পরে যাওয়া একটি গাছ সড়াতে গিয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে মারা গেছেন এক ব্যক্তি। তীব্র হাওয়ার ছিঁড়ে গেছে বহু বিদ্যুতের তার। যার জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিস্তৃত অঞ্চল। ট্রেনের তার ছিঁড়ে যাওয়ায় নাকাল হয়েছেন যাত্রীরাও।
এদিকে, দেশের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পরিকল্পিত মধ্যপ্রাচ্য সফর বাতিল করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আসছে সপ্তাহে মধ্যপ্রাচ্যের ইসরাইল ও ফিলিস্তিনে যাওয়ার কথা ছিল তার।
মঙ্গলবার রাজধানী লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি সফর বাতিল করার কথা ঘোষণা করেন। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন।
১৭৬৬ সালের পর চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ায় ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টেমস নদীর দু’কূল জুড়ে বন্যা দেখা দিয়েছে। বন্যার পানির প্রবল তোড়ে এ এলাকার রেলপথগুলো বিধ্বস্ত হয়ে গেছে।