ছাত্রলীগের অবরোধ, হাজী সেলিমের কুশপুত্তলিকা দাহ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত ১২টি হল উদ্ধারের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সম্প্রতি জাতীয় সংসদে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম ছাত্রলীগের সমালোচনা করে বক্তব্য দেওয়ার জের ধরেই এ আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল ২০০৯ সাল থেকে দখল করে রেখেছেন হাজী সেলিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেদখলকৃত হল উদ্ধার এবং দখলকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবীতে মিছিল বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মিছিলে নের্তৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি এফ.এম শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এস.এম সিরাজুল ইসলাম। মিছিলটি রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বেশ কয়েকটি টায়ার জ্বালিয়ে প্রায় ১ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে ছাত্রলীগ নেতা-কর্মীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় ছাত্রলীগ নেতা-কর্মীরা ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের কুশপুত্তলিকা দাহ করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button