চুয়াডাঙ্গায় জামায়াতের ৬ নেতা-কর্মী আটক
বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে জামায়াতের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় আটককৃতদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে জগন্নাথপুর গ্রামের মৃত জামাত আলীর ছেলে নতিপোতা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা (৩৫), কাদিপুর গ্রামের ইলিয়াস মণ্ডলের ছেলে হাউলী ইউনিয়ন প্রচার সম্পাদক সাদ আহম্মেদ (৩২), সড়াবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে জামায়াতকর্মী হাফিজুর রহমান (৩৪), ইব্রাহিমপুর গ্রামের জবেদ আলীর ছেলে কাউসার (৩০), ফকিরপাড়া গ্রামের মৃত ইয়াসিন মন্ডলের ছেলে রেজাউল (৩৫) এবং জয়রামপুর গ্রামের মোক্তার আলীর ছেলে শফিউর রহমানকে (৪০)আটক করা হয়।
আটককৃতরা এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রশীদুল হাসান।