আচরণবিধি লঙ্ঘন বরদাস্ত করা হবে না
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘উপজেলা নির্বাচনে কোনরকম আচরণবিধি লঙ্ঘন বরদাস্ত করা হবে না।’ তিনি বলেন, ‘আমরা মাঠ পর্যায়ের অফিসারদের (ডিসি-এসপি) সঙ্গে বৈঠক করেছি। তাদেরকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে কঠোর হতে বলা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন যেকোন ভাবে দমন করা হবে।’
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাজী রকিবউদ্দীন আহমদ এসব কথা বলেন।
নির্বাচনী দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে কমিশনার বলেন,‘আপনার অভিযোগ পেলে সেগুলো যাচাইবাছাই করে ব্যবস্থা নেবেন। অপরাধ প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্তা নিয়ে শাস্তি দেবেন।’
নির্বাচনে সেনাবাহিনী থাকার বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনের আগের ২ দিন, পরের ২দিন এবং নির্বাচনের দিন এই ৫ দিন সেনাবাহিনী মোতায়েন করা থাকবে। এছাড়া একইসঙ্গে বিজিবি, র্যাব, কোস্টগার্ড, পুলিশ আনসার নির্বাচনকালীন দায়িত্বপালন করবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘যেহুতু এটি নির্দলীয় নির্বাচন তাই কোনো প্রার্থী দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না। তবে প্রত্যেকটি নির্বাচনে রাজনীতি একটা ইস্যু। যেকোন রাজনৈতিক নেতা ব্যাক্তিগতভাবে কোন প্রার্থীকে সমর্থন করতে পারে।’
সবাইকে একটি সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তাগিদ দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এসময় প্রধান নির্বাচন কমিশনার চতুর্থদফা উপজেলা নির্বাচনের তফসিল ও টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণায় তিনি বলেন, ‘চতুর্থ দফা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ মার্চ, মনোনয়ন দাখিলের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি, যাচাইবাছাই ২৬ ফেব্রুয়ারি এবং ৬ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।’
এছাড়া উপনির্বাচনের বিষয়ে তিনি জানান, টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ মার্চ, মনোনয়ন দাখিলের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি, যাচাইবাছাই ২৬ ফেব্রুয়ারি এবং ৬ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।