বগুড়ায় আ.লীগের ১২ নেতাকে বহিষ্কার
উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়ায় ও দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে বগুড়ায় আওয়ামী লীগের ১২ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার জেলা সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারাদেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় কমিটির নির্দেশে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেয়ার পরেও নির্দেশ অমান্য করে দলীয় পরিচয়ে প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালানোয় দলীয় সমস্ত পদ থেকে তাদের বহিষ্কার করা হলো।
বহিষ্কৃতরা হলেন- ধুনট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কুদরত-ই-খুদা জুয়েল, সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মাসুদুল হক বাচ্চু, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পপি রানী সাহা, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মঞ্জিল আলী সরকার, বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাজাহান আলী, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক অ্যাড. ইউনুছ আলী, যুবলীগের সাবেক সভাপতি রেজাউল আশরাফ জিন্নাহ, শফিকুল ইসলাম, মুকুল মিয়া, দুপচাঁচিয়া উপজেলার আওয়ামী লীগ নেতা আহম্মেদুর রহমান বিপ্লব।
বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. আমান উল্লাহ জানান, কেন্দ্রীয় নির্দেশে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে প্রচারণা না করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।
বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত মেনে তাদের প্রার্থীতা থেকে সরে দাঁড়াতে তাদের একাধিকবার বলা হয়েছিল।