জাতিসংঘ মিশনে যোগ দিতে কঙ্গো গেলেন ১৮০ জন সেনা সদস্য
জাতিসংঘ মিশনে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮০ জন সদস্য শুক্রবার ভোরে কঙ্গোর উদ্দেশে যাত্রা করেছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিস্থাপিত এই সেনা সদস্যরা কঙ্গো পৌঁছার পর সেখান থেকে সমসংখ্যক বাংলাদেশি সেনা দেশে ফিরবেন।
কঙ্গোর বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছে। ২০০৩ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষার কাজে নিয়োজিত আছে।