কোয়ালিশন সরকার গঠনে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট
ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচ সরকার বিরোধী নেতাদের নিয়ে কোয়ালিশন সরকার গঠনে রাজি হয়েছেন। দেশটির সংসদ স্পিকার ভলোদিমির রিবাক এ তথ্য জানিয়েছেন।
স্পিকারের মতে, ইউক্রেনে কোয়ালিশন সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। তবে কোয়ালিশন সরকার গঠনের বিষয়ে আগ্রহী নয় বিরোধী দল ফাদারল্যান্ড পার্টি। দলটির নেতা আরসেনি ইয়াতসেনিউক বলেছেন, প্রধানমন্ত্রীর পদ দিলেও তারা সন্তুষ্ট হবেন না। তাদের লক্ষ্য হলো- বিরোধীদের কর্তৃত্বাধীন একটি মন্ত্রিসভা গঠন করা।
গত সপ্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচ বিরোধী জোটের নেতা ভিতালি ক্লিটচকোকে টিভি-বিতর্কের আহ্বান জানিয়েছেন। কিন্তু বিরোধী দলীয় নেতা বলেছেন, প্রেসিডেন্ট পদত্যাগ করলেই কেবল এ ধরনের বিতর্কে অংশ নেবেন তিনি। ইউক্রেনের বর্তমান সরকার এরইমধ্যে বিরোধী দলগুলোর বেশ কিছু দাবি মেনে নিয়েছে। তাদের দাবি মেনে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং মন্ত্রিসভা ভেঙে দেয়া হয়েছে। একইসঙ্গে আটক বিক্ষোভকারীদের মুক্তি দেয়া হয়েছে।
গত মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার করে ইউক্রেন। এর পরিপ্রেক্ষিতে দেশজুড়ে আন্দোলন শুরু হয়। দেশটির সরকার বিরোধীরা ইউরোপীয় ব্লকের সঙ্গে এ চুক্তির জন্য সরকারকে চাপ দিতে থাকে।