অবৈধ ইমিগ্র্যান্টকে কাজ দিলে ২০ হাজার, বাড়ী ভাড়া দিলে ৩ হাজার পাউন্ড জরিমানা
ব্রিটেনে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবার আরো সমন্বিতভাবে আর অতীতের যে কোন সময়ের তুলনায় অনেকটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে মাঠে নেমেছে ব্রিট্রিশ সরকার। ব্রিটেনে অবৈধ ইমিগ্রেন্টদের কাজ দিলে নিয়োগকর্তাকে ২০ হাজার পাউন্ড জরিমানা গুনতে হবে। আর এ অর্থ সংশিষ্ট নিয়োগকারী প্রতিষ্টান থেকে যথাসময়ে পরিশোধ না করা হলে ঐ প্রতিষ্টানের অংশীদার বা পরিচালকদের কাছ থেকে আদায় করা হবে। আর অবৈধ ইমিগ্রেন্টদের ঘরও ভাড়া দিতে পারবেন না ঘরের মালিকরা। অবৈধ অভিবাসীদের কাছে ঘর ভাড়া দিলে ৩ হাজার পাউন্ড অর্থ জরিমানা করা হবে সংশ্লিষ্ট ল্যান্ডলর্ডকে। চলতি মাসে দেশটির ব্রিটেনের ইমিগ্রেশন আইনে এসব নতুন প্রস্তাবনা অর্ন্তভুক্ত করতে একটি কনসালটেশন চালুর ঘোষনা দিয়েছে ইউকেবিএ। আগামী ৬ সপ্তাহ, মানে আগামী ২০ শে আগষ্ট পর্যন্ত এই কনসালটেশন প্রক্রিয়া চলমান থাকবে। আগের আইনে অবৈধ ইমিগ্রেন্টদের কাজ দিলে নিয়োগকর্তার এই অর্থ দন্ডের পরিমান দশ হাজার পাউন্ড। আর বাড়ির মালিকদের ঘর ভাড়া দেবার আগে ভাড়াটিয়ার পার্সপোর্ট দেখে তার ব্রিটেনে তার বসবাসের বৈধতা নিশ্চিত হতে হবে। একইভাবে অবৈধ অভিবাসী ও ভিসিটরদের এনএইচএস সেবা ব্যাবহার সম্পর্কিত একটি কনসালটেশনও আরম্ভ হয়েছে। অনেকেই রাষ্ট্রের এই সেবা বিনামুল্যে পেয়ে থাকেন। আর এ খরচের ব্যায়ভার বর্তায় ব্রিটেনের করদাতাদের উপর।
উল্লেখ্য, চলতি বছরের শেষ দিকে ব্রিটেনে ইমিগ্রেশন সংক্রান্ত নতুন বিল পাশ হবে। এই বিলের সাথে দেশের বেনিফিট সিষ্টেম, হেলথ ও হাউজিং সহ সরকারের অন্যান্য সেবার ব্যাপারেও সংশ্লিষ্টতা রাখার পরিকল্পনা নেয়া হয়েছে।