ব্রিটেনের জাতীয় দলে ফের মুসলিম ক্রিকেটার
ব্রিটেনের উরচেষ্টায়ার দলের কৃতী অলরাউন্ডার ও দেশটির জাতীয় দলে খেলার জন্য সম্প্রতি আমন্ত্রণ পাওয়া ক্রিকেটার মঈন আলী একজন ধর্মপ্রাণ মুসলমান হওয়ায় বর্ণবাদী নানা কটূক্তির শিকার হচ্ছেন।
বার্মিংহামে জন্মগ্রহণকারী মঈন জন্মসূত্রে একজন ব্রিটিশ। কিন্তু ব্রিটেনের ক্রিকেট দর্শকদের মধ্যে বর্ণবাদী একদল ব্রিটিশ মঈন আলীকে ‘বিদেশী’ বলে অভিহিত করেছে এবং ইংরেজ বংশোদ্ভূত না হওয়ার কারণে ২৬ বছর বয়স্ক এই ধার্মিক খেলোয়াড়কে ইংল্যান্ডের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে প্রশ্ন তুলেছে।
উল্লেখ্য, গত ৬ ই ফেব্রুয়ারি ব্রিটেনের ক্রিকেট কর্তৃপক্ষ মঈনকে জাতীয় দলে দলের সদস্য বলে ঘোষণা করে। ওয়েস্ট ইন্ডিজে সীমিত ওভারের সিরিজে এবং বাংলাদেশে টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের হয়ে খেলবেন মঈন।
ব্রিটেনের জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হুইটেকার মঈনের ভূয়সী প্রশংসা করেছেন। এই খেলোয়াড় গত অক্টোবর মাসে পেশাদার ক্রিকেটার সমিতির পক্ষ থেকে বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।