দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
বগুড়া, নাটোর, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার সন্ধ্যা ৭.১০ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। আমাদের বগুড়া অফিস জানায়, শুক্রবার রাতে বগুড়ায় ভূমিকম্পে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার রাত ৭টা ১০ মিনিটে হঠাৎ বাড়িঘর গাছ পালা কেঁপে ওঠে। প্রায় আধা মিনিট স্থায়ী কম্পনে সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন অনেক মানুষ ভবন থেকে ছাদে ওঠে এবং নিচে নেমে যায়। এসময় তারা আতঙ্কে চিৎকার কান্নাকাটি করেন। তবে কম্পন থামলে সবার মাঝে স্বস্তি নেমে আসে।
নাটোর শহরসহ বড়াইগ্রাম, গুরুদাসপুর, সিংড়া, লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় শুক্রবার একযোগে তীব্রমাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সন্ধ্যা ৭টা ১১ মিনিটে এ ভূমিকম্প হয়। এতে এ এলাকার মাটি ও বাড়িঘর কেঁপে উঠে এবং পুকুর-জলাশয়ের পানিতে ঢেউ সৃষ্টি হয়। এ সময় আতঙ্কিত লোকজনকে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে আসতে দেখা গেছে। তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
জামালপুরে শুক্রবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আনুমানিক ৮ সেকেন্ডব্যাপী ভূমিকম্প হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।