মিসরে ৩৬০০ বছরের পুরনো মমি উদ্ধার
স্পেনের প্রত্নতত্ত্ববিদরা মিসরে তিন হাজার ৬০০শ’ বছর আগের পুরনো একটি মমি আবিষ্কার করেছে। দেশটির পুরাকীর্তি মন্ত্রী বৃহস্পতিবার জানান, দেশটির প্রাচীন শহর লাক্সোর থেকে এই মমিটি আবিষ্কৃত হয়। পুরাকীর্তি মন্ত্রী ইব্রাহিম বলেন, ‘মিসরের পুরাকৃর্তি মন্ত্রণালয়ের সহায়তায় স্পেনের প্রত্নতত্ত্ববিদদের একটি দল মমিটি আষ্কাির করে।’ একটি বিবৃতিতে মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘কাঠের বাক্সে সংরক্ষণ করা মমিটি খ্রিস্টপূর্ব ১৬০০ শতকের ফারাও রাজবংশের।’ তিনি আরও বলেন, ‘ভাস্কর্যটিতে হায়ারোগ্লিফির বিভিন্ন অক্ষর খোদাই করা রয়েছে এবং পাখির পালক দ্বারা সজ্জিত।’ রহস্য উন্মোচনের জন্য ভাস্কর্যটি নিয়ে এখন গবেষণা হচ্ছে।
মিসরের পুরাকীর্তি বিভাগের প্রধান আলি আল আসফার বলেন, ‘দু’ মিটার দৈর্ঘ্যের পাথরটি নিশ্চিত করছে মমিটি অরিজিনাল।’ অন্যদিকে, দেশটির উচ্চ আদালত তিনজন জার্মান নাগরিকসহ ৯ জনকে মূল্যবান পাথর চোরাচালান ও পুরাকীর্তির ক্ষতি করার জন্য অভিযুক্ত করেছে।