বাংলাদেশি নারীর বিশ্বরেকর্ড
নয় দিনে ৪৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে বিশ্বরেকর্ড গড়েছেন ৩৫ বয়সী বাংলাদেশী নারী জান্নাতুল মায়া রুমা। জাতীয় পতাকা হাতে নিয়ে কলকাতা প্রেস ক্লাব থেকে হাঁটা শুরু করে গত বৃহস্পতিবার বেনাপোল বন্দরে এসে পৌঁছান রুমা। সেখান থেকে শুক্রবার ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।
রুমা বর্তমানে রাজধানীর পূর্ব রাজাবাজারের একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন। রুমার সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি একজন এনজিও কর্মী। পথে হাঁটা অবস্থায় বিশ্রামের প্রয়োজন হয়েছে বলেও জানান তিনি।
রুমা আরো বলেন, ‘এশিয়ার পক্ষ থেকে মহিলাদের পায়ে হাঁটার এই রেকর্ডটি এখন শুধু আমার।’
কষ্ট করে কেন এত দূর হেঁটে আসা? এমন প্রশ্নের জবাবে রুমা বলেন, ‘সাধারণ মানুষকে হাঁটার উপকারিতা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এই রেকর্ডটি আমি করতে চেয়েছিলাম। তাছাড়া বাংলাদেশের মতো যানজটের শহরে হাঁটার অভ্যাস আপনাকে অনেক সাহায্য করবে।’